নিজেস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাঁদা না পেয়ে এক দলভূক্ত মাস্তান গভীর নলকূপ ঘরের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে আসবাব পত্র ভাংচুর ও প্রয়োজনীয় কাগজ পত্র দেশীয় অস্ত্রের মুখে ম্যানেজারকে জিম্মি করে ছিনতাইয়েয় ঘটনা ঘটেছে।ঘটনাটি ঘটেছে, উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়নের রতন কাওয়াক মৌজার ৪৭ নং জমির দাগে।
আদালতের মামলার বিবরণে জানা যায়, গত ১৯ ডিসেম্বর ২০২১ ইং তারিখে আব্দুল আজিজ গং গভীর নলকূপের ম্যানেজারের নিকট পূর্বের দাবীকৃত ২ লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় গভীর নলকূপ বিএডিসি(পানাসী প্রকল্প) আওতায় ঘরের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে ম্যানেজার মোঃ আশরাফ আলীকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের জানালা,দরজ,বৈদ্যুতিক মিটারের সুইসসহ আসবাবপত্র ভাংচুর করে নলকূপের প্রয়োজনীয় কাগজপত্রসহ কৃষকদের হিসাব বই ছিনতাই করে পালিয়ে যায়।
এ চাঁদাবাজি ও ছিনতাই এর ঘটনায় গভীর নলকূপের ম্যানেজার মোঃ আশরাফ আলী সিরাজগজ্ঞ আদালতে বাদী হয়ে ৯ জনকে আসামি করে মামলা দায়েরের করেছে।
আসামিরা হলো; নতুন চাঁদপুর গ্রমের মোঃ আব্দুল আজিজ, নতুন চাঁদপুর গ্রামের গোলাম মওলা, নতুন চাঁদপুর গ্রামের রাফিউল ইসলাম,সেন গাঁতী গ্রামের হেলাল উদ্দিন, নতুন চাঁদপুর গ্রামের আব্দুল হাই হাবু, রতন কাওয়াক গ্রামের আফাজ উদ্দিন,রতন কাওয়াক গ্রামের আঃ সাত্তার,নতুন চাঁদপুর গ্রামের আহমদ আলী ও রতন কাওয়াক গ্রামের হাসিবুল ইসলাম । মামলার বিবরণে বাদী জানান, আদালতে ঘটনার স্বাক্ষীর মাধ্যমে প্রমানিত হবে।