এবারের ক্বেরাত সম্মেলন ও বার্ষিক মাহফিলের মূল আকর্ষণ “বিষয় ভিত্তিক আলোচনার পর মাহফিলে আগত শ্রোতাদের সরাসরি প্রশ্নোত্তরের সুযোগ”। এই পর্বে বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করবেন দেশবিখ্যাত ইসলামিক স্কলারগণ। তাদের মধ্যে “পর্দা ও হিযাব সম্পর্কে শরীয়ার দৃষ্টিভঙ্গি” বিষয়ে শাহ মুহাম্মদ ওয়ালিউল্লাহ, “কুরআন-হাদীসের আলোকে মুসলিম উত্তরাধিকার আইনের পর্যালোচনা” বিষয়ে মাওলানা মুহিব্বুল্লাহিল বাকি, “প্রত্যাহিক জীবনে একজন মুমিনের করণীয়” বিষয়ে মাওলানা ওবাইদুল্লাহ হামজা, “বিজ্ঞানময় কুরআনের বিস্ময়কর অলৌকিকত্ব” বিষয়ে প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার, কুরআন-সুন্নাহর আলোকে নামাযের আহকাম” বিষয়ে শায়খ আহমাদুল্লাহ এবং “মুসলিম প্রধান দেশে সংখ্যালগুদের প্রতি মুসলিম সমাজের আচরণবিধিঃ প্রেক্ষিত বাংলাদেশ” বিষয়ে প্রফেসর ড. আ.ক.ম. আবদুল কাদের অন্যতম।
সকাল ৮ ঘটিকা হতে বাদে যোহর পর্যন্ত বাঁশখালীর বিভিন্ন মাদ্রাসা ছাত্রছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে ইসলামী সাংষ্কৃতিক প্রতিযোগিতা।
মাস্টার নজির আহমদ ট্রাস্টের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের সাংষ্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ ও ক্বেরাত সম্মেলনে যোগদানের জন্য সকলের প্রতি বিশেষ ভাবে দাওয়াত রইল॥
মা-আচ্ছালাম
ট্রাষ্টের চেয়ারম্যান
আলহাজ্ব মুজিবুর রহমান সিআইপি
সম্পাদকঃ দৈনিক পূবদেশ