বিলালুর রহমান,জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধিঃ সিলেট জেলার জৈন্তাপুর উপজেলা প্রশাসন আয়োজিত আর্ন্তজাতিক অভিবাসী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল ১৮ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হক।
উপজেলা একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক) মো: আজিজুল হক খোকন‘র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন,উপজেলা সহকারী কমিশনার (ভুমি)ফারুক আহমেদ, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফখরুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম ও জৈন্তাপুর মডেল থানার এস আই কাজী শাহেদ আহমদ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের অভিবাসীরা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে আছেন জীবনজীবিকার তাগিদে। অনেকেই বৈধ-অবৈধ পথে বিদেশ পাড়ি জমিয়েছেন। বিদেশ গামীদের সরকারী যাবতীয় নিয়মনীতি মেনে বৈধ পথে বিদেশ গিয়ে নিজ দেশের আত্মমর্যাদা বৃদ্ধি করতে অভিবাসীদের প্রতি আহবান জানানো হয়েছে।
সভায় আরোও উপস্থিত ছিলেন জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তফজ্জুল হোসেন, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আব্দুল হালিম, সাবেক সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল সহ সরকারী-বে-সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।