ফজল উদ্দিন,ছাতক প্রতিনিধিঃ ছাতকের গোবিন্দগঞ্জ গার্লস হাইস্কুলে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৬ই ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে গার্লস হাইস্কুলে মাঠে স্কুল প্রতিষ্ঠাতা সভাপতি সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য আব্দু সহিদ মুহিতের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম ও শিক্ষিকা মেহেরা বেগমের যৌত পরিচালনায়,প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম,প্রধান বক্তব্য হিসাবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ এন্ড বিশ্ববিদ্যালয়ের উপাধ্যক্ষ মহিউদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক শিল্পপতি আশরাফুর রহমান চৌধুরী, পালপুর উচ্চ বিদালয়ের প্রধান শিক্ষক মোস্তাবুর রহমান মোস্তাক, বিদ্যালয় পরিচালা কমিটির সদস্য মুহিবুর রহমান মুহিব,বিশিষ্ট রাজনৈতিবৃদ আব্দুস সামাদ,ইউপি সদস্য সালেহা বেগম, ব্যবসায়ী আব্দুস সালাম, নজরুল ইসলাম, তাজুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিচারক সহকারী শিক্ষক শিকিক্ষাদের দেয়া ফলাফল অনুসারে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ।