ভোরের কন্ঠ প্রতিবেদকঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে সলপ ইউনিয়নের কানসোনা ও বেলকুচির খামার উল্লাপাড়া গ্রামের ২ শতাধিক অসহায় দুস্থ মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
সলপ ইউনিয়নের কানসোনা গ্রামের বিশিষ্ট কথা সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা ইসহাক খাঁনের বাসভবনে শীতবস্ত্র বিতরণের পূর্বে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট গীতিকার, চলচিত্র প্রযোজক আলহাজ্ব শেখ শাহ্ আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সলপ ইউপি চেয়ারম্যান প্রকৌশলী শওকাত ওসমান, বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক শ্যামলী খাঁন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক খাঁন, বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের স্বাস্থ্য বিষয়ক সম্পাদন সালেহা খাতুন, অর্থ সম্পাদক আলভী সরকার, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মেহেদী পারভেজ, শিক্ষা ও পাঠাগার সম্পাদক উত্তম কুমার সূত্রধর।