মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:৩৮ পূর্বাহ্ন

যুক্তরাজ্য দু’প্রবাসীকে নিজ গ্রামের মানুষের সংবর্ধনা।

রিপোটারের / ২৩৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

ফজল উদ্দিন,ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দশঘর গ্রামে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য প্রবাসী দুই কমিউনিটি নেতা। সোমবার (১৩ ডিসেম্বর) রাত ৮টায় উপজেলা গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের দশঘর গ্রামের যুব সমাজের পক্ষ থেকে তাদেরকে এ সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধিতরা হলেন, প্রবাসী ভিত্তিক সংগঠন হ্যাল্পিং হ্যান্ড সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি, দশঘর গ্রামের মরহুম হাজী রশিদ আলীর পুত্র আলী আহমদ ও তার ভাই সাজুর আলী।

গ্রামের অন্যান্য প্রবাসীদের নিয়ে হ্যাল্পিং হ্যান্ড সোসাইটি প্রতিষ্টা করেন তারা। এর মাধ্যমে গ্রামের অসহায় গরিব মানুষরা পাচ্ছে সাহায্য ও সহযোগীতা। সুন্নতে খৎনা কার্যক্রমসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে অবধান রাখছে এ সোসাইটি।

দশঘর যুব সমাজের সভাপতি সুজন আহমদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে নব নির্বাচিত ইউপি সদস্য আলমগীর কবিরের নেতৃত্বে ফুল দিয়ে তাদেরকে সংবর্ধনা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন, সংস্থার সহ-সভাপতি মহন মিয়া, সাদিকুর রহমান, শাহজাহান, মাস্টার রেজ্জাদ আহমদ,আওয়াল হোসেন,সাংবাদিক ও ছাতক অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ ফজল উদ্দীন,আতাউর রহমান, সদস্য নাইম আহমদ,বদরুল আলম,মাহবুবুর রহমান, আফজাল হোসেন,সানোয়ার হোসেন,আবুল ফয়েজ সাজু,ছাব্বির আহমদ,নাজমুল ইসলাম,মদরিছ আলি,মোশাররফ আহমদ,এনাম আহমদ,মাজেদ আহমদ,সুমন আহমদ,মিজানুর রহমান,রুহুল আমিন প্রমুখ।

উল্লেখ্য,যুক্তরাজ্য থেকে সোমবার সকাল ১১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর