বাঘা (রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিন দোকানে অর্থদন্ড করা হয়েছে। সোমবার (৬ ডিসেম্বর) বেলা ১১টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,রাজশাহীর সহকারী পরিচালক মাসুম আলী নেতৃত্বে বাঘা থানা পুলিশের সহায়তায় আড়ানী পৌর বাজারের অভিযান পরিচালনা করেন। পৃথকভাবে অভিযান পরিচলনা করে তিনটি দোকানে দশ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আড়ানী পৌর বাজারের নিউ কল্পনা মিষ্টান্ন ভান্ডারের মালিক উত্তম কুমারের পাঁচ হাজার টাকা ও ঢাকা গিফট কর্নারের মালিক হযরত আলীর তিন হাজার টাকা এবং মিলন বেকারীর দুই হাজার অর্থদন্ড করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালন মাসুম আলী বিভিন্ন ধারায় এই অর্থদন্ড করেন।বিষয়টি নিশ্চিত করেন বাঘা উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর আবদুল হান্নান।