এম এইচ শান্ত,বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আনন্দ র্যালী,কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মোংলা পৌরসভার উদ্যোগে বুধবার (১ ডিসেম্বর)সকালে এক বর্ণাঢ্য র্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর অডিটোরিয়ামে পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান’র সভাপতিত্বে কেক কাটা,আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে মোংলা পোর্ট পৌরসভার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোংলা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন। কাউন্সিলরদের মধ্যে বক্তব্য রাখেন ১নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেন।
এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর খাঁন শফিকুর রহমান, শরিফুল ইসলাম,জি এম আল আলিম,হুমায়ুন হামিদ নাসির,মজনু গাজী,জাহানারা হোসেন,জোহরা বেগম,শিউলি আক্তার,যুবলীগ নেতা মোঃ জলিল শিকদার ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।