স্মৃতি রানি,স্টাফ রিপোর্টার সাভার ঢাকাঃ ঢাকা সাভার উলাইল নামাগেন্ডায় ময়লার মোড়ে ভোরের আলো স্কুলে এন্ড কলেজের ষষ্ঠ তলা ভবনের মোঃ আনিছুর রহমান সেলিমের ৬০২ নং রুমে ভাড়া থাকত সামিকে নিয়ে।
মৃত সিমা আক্তার সাইদুল ইসলামের মেয়ে জাফলং গোয়াইনঘাট সিলেটের। মৃতের সামি আরিফুল ইসলাম চয়ন ( ২৫ ) পিতা মোকলেছ উদ্দিন এর ছেলে ইন্দারকান্দি ময়মনসিংহ।
মৃত সিমা আক্তার স্বামী আরিফুল ইসলাম সাভার আল মুসলিম গার্মেন্টসে নাইট ডিউটিতে ২৮/১১/২১ তারিখে রাত ৭:৩০ মিনিটে যায়। মৃত সিমা বাসায় একা থাকে। আরিফুল ইসলাম সকাল ৮:৩০ মিনিটে বাসায় এসে দেখে রুমের দরজা খুলা এবং দরজার সামনে খালি গায়ে মৃত অবস্থায় ফ্লোরে পড়ে আছে তার স্ত্রী সীমা। আরিফুল ইসলামের চিৎকারের শব্দে পাশের রুমের সবাই ছুটে আসে।ঘটনাস্থল থেকে ৯৯৯ লাইনে ফোন করে সাভার মডেল থানায় জানানো হয়।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃত সিমা আক্তারের মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানায় নিয়ে যায়।
পরবর্তীতে ভুক্তভোগীর পরিবারে খবর দেয়া হয়।
অনুসন্ধানে জানা যায় যে- মৃত মোসা: সিমা আক্তার নামের যুবতি বয়স আনুমানিক ( ২২ ) কে পূর্ব পরিকল্পনা করে হত্যা করা হয়।
স্থানীয়রা বলেন এ হত্যাকান্ডের সাথে বাড়িওয়ালা আনিছুর রহমান সেলিম জোগ সাজেশে হতে পারে প্রাথমিক ধারণা। তানাহলে বাড়ির মালিক হত্যাকান্ডের খবর পেয়েও ঘটনাস্থলে কেন উপস্থিত হয়নি।
ভুক্তভোগীর পরিবার ৩০ /১১/২১ সাভার মডেল থানায় অজ্ঞাত ব্যক্তির নামে মামলা দায়ের করে।
সাভার মডেল থানার ( এস আই ) আব্দুল হক জানান মৃত সিমার সাথে যে অন্যায় করা হয়েছে দ্রুত তদন্তের মাঝে আসামিকে গ্রেপ্তার করা হবে।
এছাড়াও মৃত সিমা আক্তার সামি ও শ্বাশুরি এবং সেই বাড়ির দারোয়ানকে প্রাথমিক জিঙ্গাসার জন্য আটক করা হয়।
ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।