রাজু আহমেদ সাহান,স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার শোডাউনের সময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থদের মারপিট, বাড়ী-ঘর ভাংচুরের অভিযোগ করা হয়েছে।
বুধবার উল্লাপাড়ার বাঙ্গালায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন করায় আ’লীগ দলীয় নৌকা মার্কার প্রার্থীর শোডাউনের সময় এছাহাক নামের এক ব্যক্তিকে মারপিট ও তার বাড়ী-ঘর ভাংচুর করা হয়। এ ঘটনায় এছাহাক বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
উল্লাপাড়া মডেল থানায় এছাহাক আলীর অভিযোগ সুত্রে জানা গেছে, উল্লাপাড়ার বাঙ্গালায় বীর মুক্তিযোদ্ধা কেফায়েত উল্লাহ আ’লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে ঘোড়া মার্কা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করিতেছে।
ইউনিয়নের পিয়ারাপুর মোহনপুর গ্রামের এছাহাক আলী তার সমর্থক হয়ে ঘোড়া মার্কার কাজ করা অপরাধে বুধবার আ’লীগ দলীয় নৌকা মার্কার প্রার্থী সোহেল রানার শোডাউনের সময় নৌকার প্রার্থী ও সমর্থকেরা এছাহাক আলীর ছেলে আবু হাশেম ও তার ভাতিজা রাজুকে বেদম মারপিট করে।
এ সময় এছাহাক আলীর বাড়ী-ঘর ও আসবাব ভাংচুর করা হয়। এ ঘটনায় এছাহাক আলী ১০ জন নামীয় ও ২০ জনকে অজ্ঞাত নামা আসামি করে থানার একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত চেয়ারম্যান প্রার্থী সোহেল রানার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন ধরেননি।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির জানান, এছাহাক আলীর লিখিত অভিযোগ পাওয়া গেছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।