সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সম্প্রীতির সমৃদ্ধ জাতিগঠনে আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলীয়ান শিক্ষা – এ প্রতিপাদ্য সামনে রেখে- সিরাজগঞ্জে গণপ্রকৌশল দিবস-২০২১ ও আইডিইবি’র ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে ।
শনিবার (২০ নভেম্বর) দুপুরে – ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ ( আইডিইবি) সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে -জেলা গণপূর্ত অধিদপ্তর কার্যালয়ের সন্মুখে হতে দিবসটি পালন উপলক্ষ্যে -জেলার প্রায় পাঁচ শতাধিক ডিপ্লোমা প্রকৌশলীতে কর্মরত কর্মরত কর্মকর্তা সহ সিরাজগঞ্জ পলেটেনিক ইনস্টিটিউশন সহ অন্যান্য ইনস্টিটিউশনের শিক্ষার্থীদের উপস্থিতে অনু্ষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন, অনু্ষ্ঠানের প্রধান অতিথি-সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের সংসদসদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান, এস,এম নাছিম রেজা নূর দিপু, জেলা যুবলীগের সাধারন সম্পাদক একরামুল হক একরাম প্রমুখ।
এ সময় আইডিইবি’র সভাপতি মোঃ নওশের আহমেদ তামান্না, সহ-সভাপতি রবীন্দ্রনাথ মোহন্ত, সাধারণ আব্দুল জব্বার, যুগ্ন-সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক ও বাপিডি এর সভাপতি নাজমুল করিম, অর্থসম্পাদক শরীফুল ইসলাম, ইডিডি এর সাধারন মোর্শেদ আলম সহ নেসকো, বাপাউবো, সওজ সহ বিভিন্ন সরকারী-বেসকারী স্বায়িত্ত্বশাসিত প্রতিষ্ঠানের ডিপ্লোমা প্রকৌশলী গণ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনু্ষ্ঠানে প্রধান এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না বেলুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধন কালে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতীয় উন্নয়নে প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়তে আগামীদিনে ডিপ্লোমা প্রকৌশলীদের আরো দক্ষতা বৃদ্ধি করতে হবে। এবং ডিপ্লোমা প্রকৌশলীদের দাবীতে সহমত প্রকাশ করে তা বাস্তবায়নের জন্য সহযোগিতা প্রদান করবেন বলে আশ্বাস দেন। আলোচনা সভাশেষে – গেঞ্জি ক্যাপ পরিধান করে ব্যানার-ফেস্টুন নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।