মইনুল হক মৃধা,গোয়ালন্দঃ রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা নদীতে বিকাশ হালদারের জালে পদ্মার বিলুপ্ত প্রজাতির ৫ কেজি ওজনের একটি ঢাই মাছ ধার পড়েছে।
শনিবার (২০ নভেম্বর) ভোররাতে ৭নং ফেরিঘাটে চর-কর্নেশনা এলাকায় মাছটি ধরা পড়েছে।
জানা যায়, জেলে বিকাশ হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়ায় ৫ নং ফেরিঘাট এলাকায় নিয়ে আসলে স্থানীয় মাছ ব্যবসায়ী শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান ২ হাজার ৮০০ টাকা কেজি দরে ১৪ হাজার টাকায় মাছটি ক্রয় করেন। মাছটি বিক্রয়ের জন্য দেশের বিভিন্ন জায়গায় মুঠোফোন যোগাযোগ করছি।
উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃ দাঃ) মো. রেজাউল শরিফ বলেন, সামুদ্রিক ঢাই মাছ প্রায় বিলুপ্তির পথে। বর্তমানে পদ্মায় মাঝেমধ্যে ঢাই মাছ পাওয়া যাচ্ছে। তবে মাছটি খেতে খুবই সুস্বাদু।