সোমবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসক হল রুমে অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া সুলতানা এর সভাপতিত্বে
মৌলভীবাজার জেলার ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি মো: নজরুল ইসলাম মুহিব এর স্বাগতিক বক্তব্য মধ্যদিয়ে প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সুলতান আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটির অধ্যাপক ড. মাহবুবা সুলতানা আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মেহেদী হাসান, সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ,জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক ও সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবিদা বেগম।
এছাড়াও উপস্থিত ছিলেন প্লাটফর্ম ফর ডায়লগ এর কর্মকর্তা মোঃ আলমগীর মিয়া ও আকলিমা চৌধুরী, সদস্য এহসানা চৌধুরী চায়না প্রমুখ। জেলা পলিসি ফোরাম মৌলভীবাজার এর আমন্ত্রণে উক্ত পলিসি ডায়লগে জেলার বিভিন্ন সংবাদকর্মী, এনজিও কর্মী, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সমাজকর্মী সহ, ভার্চুয়াল কনফারেন্সে উপস্থিত ছিলেন ।
এ সময় মৌলভীবাজার জেলার কমিউনিটি ক্লিনিকগুলোর বাস্তবতা, সমস্যা, সম্ভাবনা ও সেবার মান উন্নয়ন নিয়ে ‘পজিশন পেপার’ উপস্থাপন করেন লেখক ও গবেষক আহমেদ সিরাজ প্রমুখ।