অনলাইন নিউজ ডেস্কঃ ১৫ মণ ওজনের একটি শাপলা পাতা মাছ বিক্রি হয়েছে ৩ লাখ টাকা। মাছটি বিক্রি হয় বরগুনার তালতলী মাছের বাজারে। ১৩ নভেম্বর শনিবার বিকাল ৫ টার সময় মাইকিং করা হয় মাছটি বিক্রির জন্য। একক ভাবে বিক্রি না করে মাছটি কেটে ৫’শ টাকা কেজি দরেবিক্রি করেন ব্যবসায়ী খলিলুর রহমান।
জানা যায়, শনিবার বেলা ১১টায় কুয়াকাটার মহিপুর খান ফিস মৎস্য আড়ত থেকে ১ লাখ ৫০ হাজার টাকায় মাছটি বিক্রির জন্য তালতলীতে নিয়ে আসেন খলিলুর নামের এক মৎস্য আড়তদার।
খুচরা মাছ বিক্রির জন্য বাজারে মাইকিং করা হয়। এরপর মাছটি কেটে ৫০০ টাকা কেজি দরে বিক্রি শুরু হয়। শাপলা পাতা মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় জমায়।
স্থানীয় শামীম, জলিল ও জসিম উদ্দিন বলেন, বিকালের দিকে মাইকিংয়ে শুনতে পাই মাছ বাজারে বড় একটি শাপলা পাতা মাছ বিক্রি হবে। মাছটি দেখতে আসি। এসময় দামও হাতের নাগালে তাই তিন কেজি মাছ কিনে নিলাম।