শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৭:৩১ অপরাহ্ন

করোনার টিকাদান কার্যক্রমের উদ্বোধন,প্রথম টিকা নিলেন স্বাস্থ্য কর্মকর্তা-ভোরের কণ্ঠ।

রিপোটারের / ৪৬৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বহু কাঙ্খিত করোনা ভাইরাস (কোভিড-১৯) টিকাদান কার্যক্রমের উদ্বোধন করলেন স্থানীয় সাংসদ তানভীর ইমাম।

৭ ফেব্রুয়ারী রবিবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আনোয়ার হোসেন প্রথম টিকা গ্রহন করে এই কাজের উদ্বোধন করেন।

একই সঙ্গে টিকা নেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ রানাসহ স্বাস্থ্য বিভাগের মাঠ কর্মীরা। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আনোয়ার হোসেন, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রন) ডাক্তার আলামিন হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর