ডিমলা (নীলফামারী)প্রতিনিধিঃ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর সকল মামলা প্রত্যাহার সহ জামিনে মুক্তির দাবীতে ২৯ এপ্রিল (মঙ্গলবার) দুপুরে বিক্ষোভ মিছিল করেছে ডিমলা উপজেলার বিএনপি সহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দুদকের করা মামলায় তথ্য অনুযায়ী জানা যায়, ২০০৭ সালে গুলশান থানায় অবৈধ সম্পদ অর্জন ও কর ফাঁকির পৃথক দুটি মামলা দায়ের করা হয় ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর নামে। ২০০৮ সালে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে দুই মেয়াদে তিন ও পাঁচ বছর মোট আট বছরের সশ্রম কারাদন্ড দেন আদালত। তিনি দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসনে ছিলেন স্বপরিবারে। ৫ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকার দেশ থেকে পলায়ন করেন। দেশের এই ক্লান্তিলগ্নে ২২ এপ্রিল তিনি লন্ডন থেকে দেশে ফিরেন।
২৯ এপ্রিল (মঙ্গলবার) দুপুরে কর ফাঁকির মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক কবির উদ্দিন প্রামানিকের আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত আবেদন খারিজ করে দেন পরে অবৈধ সম্পদ অর্জন মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক প্রদীপ কুমার রায়ের আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ।
ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের জামিন আদালত নামঞ্জুর হওয়ায় তার সকল মামলা প্রত্যাহার সহ জামিনে মুক্তির দাবীতে ডিমলায় বিএনপি সহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য ও নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ।