শিরোনাম
রাষ্ট্র সংস্কারে ৩১ দফা ও জনসম্পৃক্ততায় কালিয়াকৈরে ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ। ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবসে বিনামুল্যে স্বাস্থ্যসেবা। নারী বিষয়ক সংস্কার আইন বাতিলের দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ। গৃহবধু হত্যা মামলার আসামী না ধরলে বালিয়াডাঙ্গী থানা ঘেরাও করার ঘোষণা। দুর্গাপুরে বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা। কমলগঞ্জে বর্ণীলসাজে মণিপুরীদের ঐতিহ্যগত “লাই-হরাউবা” উৎসব। কালিয়াকৈরে ফুটওভার ব্রিজে লাইটিং ব্যবস্থা না থাকায় ডাকাতির আতংকে পথচারী। কুকুরের আক্রমণ থেকে বিপন্ন লজ্জাবতী বানর উদ্ধার। অপহরণের ৫ বছর পর বাবা–মায়ের কাছে ফিরল স্কুলছাত্র সামাউন। কালিয়াকৈরে এসএসসি পরীক্ষা কেন্দ্রের সচিবসহ দুই শিক্ষককে অব্যাহতি।
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৫:২৮ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবসে বিনামুল্যে স্বাস্থ্যসেবা।

আনোয়ার হোসেন আকাশ,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ / ৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

ঠাকুরগাঁও প্রতিনিধি:
দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করোভাই-লিগ্যাল এইড আছে পাশে কোন চিন্তা নাই, এ স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা লিগ্যাল এইড এর উদ্যোগে দিন ব্যাপি নানা কর্মসুচি পালন করা হয়।
কর্মসুচির শুরুতে সোমবার (২৮ এপ্রিল) সকালে জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে একটি বর্নাঢ্য র‍্যালী বের হয়।র‍্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে সমবেত হয়। পরে প্রশাসনের উর্ধতনরা ফিতা কেটে লিগ্যাল এইড মেলার উদ্বোধন করে।
মেলায় দিনব্যাপি বিনামুল্যে চক্ষু পরিক্ষা, ডায়াবেটিস পরিক্ষা, রক্তদান কর্মসুচি, বৃক্ষরোপণ, গ্রাম আদালতের কার্যক্রম ও বিনামুল্যে আইনি সহায়তার বিষয়ে ভুমিকা তুলে ধরাসহ নানা কর্মসুচি পালন করা হচ্ছে। পরে সচেতনা বৃদ্ধি ও আইনি সহায়তা প্রদানে আদালত চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল কমিটির চেয়ারম্যান মোঃ জামাল হোসেন এর সভাপতিত্বে জেলা প্রশাসক ইসরাত ফারজানা , যুগ্ম জেলা ও দায়রা জজ এবং ভারপ্রাপ্ত লিগ্যাল এইড অফিসার জনাব লুৎফর রহমান। সিনিয়র সহকারী জজ শবনম মুস্তারি, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট  জালাল উদ্দিন, অতিরিক্ত জেলা জজ সমরেশ শীল, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ আবুল বাশার মোঃ সায়েদুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক এডভোকেট মৃদুল , অ্যাডভোকেট সারোয়ার হোসেন, অ্যাডভোকেট আব্দুল হালিম।
এসময় বক্তরা বলেন, দরিদ্র জনগোষ্ঠির মানুষেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মামলা পরিচালনার ক্ষেত্রে। ন্যায় বিচার পেতে অর্থাভাবে অনেক সময় বাঁধাগ্রস্ত হয়। এ ক্ষেত্রে লিগ্যাল এইড আইনি সহায়তা দিয়ে সহযোগীতা করবে। তাই এ ধরনের বিষয়ে লিগ্যাল এইড কমিটির সাথে যোগাযোগ করতে বেশকিছু গুরুত্বপুর্ন পরামর্শ প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর