শিরোনাম
কালিয়াকৈরে এসএসসি পরীক্ষা কেন্দ্রের সচিবসহ দুই শিক্ষককে অব্যাহতি। শ্রীমঙ্গলের সেন্ট যোসেফ গীর্জায় উৎসবমুখর পরিবেশে “ইষ্টার সানডে”পালিত। টিকটকে পরিচয়ে বিয়ে করা স্ত্রীকে রেখে পালিয়ে যাওয়া স্বামীর খোঁজে মৌলভীবাজারে তরুণী। রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু। দুই বাংলাদেশিকে ধরে নিয়ে ভারতে নির্যাতন,ভিডিও ভাইরাল। উল্লাপাড়ায় ইয়াবাসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। দুর্গাপুরে জামায়াতে ইসলামীর আয়োজনে জাতীয় ও স্থানীয় নির্বাচনে কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্ট প্রশিক্ষণ। ডিমলায় বাংলা নববর্ষ উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। গাঁজায় চলম ধ্বংসষজ্ঞ ও প্রানহানীর প্রতিবাদে ডিমলায় বিক্ষোভ। গাঁজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মাধবপুরে বিক্ষোভ মিছিল।
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলের সেন্ট যোসেফ গীর্জায় উৎসবমুখর পরিবেশে “ইষ্টার সানডে”পালিত।

এলিসন সিঙ,মৌলভীবাজার প্রতিনিধিঃ / ১৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

মৌলভীবাজার প্রতিনিধি :
গভীর উৎসাহ ও উদ্দীপনা নিয়ে,ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে খ্রিষ্টান ধর্মাম্বলীরা উদযাপন করলো অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে  পর্ব।
রোববার (২০এপ্রিল )বেলা   ১১টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল সদর উপজেলা অধীনে সেন্ট যোসেফ গীর্জায় এই উৎসবটি উদযাপন  করা হয়। সেন্ট জোসেফ গীর্জার সহকারী যাজক ফাদার গৌরব জি পাঠাং  সিএসসি এর নেতৃত্বে একযাক তরুণ- তরুণী গানের দল, সমকন্ঠে পরিবেশন করেন গান ও শোভাযাত্রা তারই মধ্যদিয়ে আরম্ভ হলো পর্বের মূল ধর্মীয় খ্রিষ্টযাগ।
আর এই খ্রিস্টযাগ অনুষ্ঠিত মধ্যদিয়ে শুরু হয় ইস্টার পর্বের মূলপর্ব।এই ইস্টার পর্বে উপস্থিত থেকে খ্রিস্টযাগ উৎসর্গ করেন সিলেট খ্রিষ্টান ক্যাথলিক ধর্মপ্রদেশের বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ, খ্রিষ্টযাগে উপস্থিত থেকে সহযোগীতা করেন শ্রীমঙ্গল সেন্ট জোসেফ  ক্যাথলিক চার্চ এর পালপুরোহিত ফাদার ড.জেমস শ্যামল গমেজ  সিএসসি, মৌলভীবাজার গিয়াসনগর মাইনর সেমিনারী রেক্টর ফাদার ফ্রান্সিসকো রিজ্জো, সহকারী রেক্টর ফাদার টুইসডে নকরেক,শ্রীমঙ্গলের  নটরডেম স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ফাদার প্রশান্ত  সিএসসি ,নটরডেম স্কুল এন্ড কলেজের ছাত্রপরিচালক  ফাদার বিকাশ কুজুর   সিএসসি, হবিগঞ্জ  শায়েস্তাগঞ্জ সাব-প্যারিসের পরিচালক ফাদার কল্লোল রোজারিও,বরিশাল থেকে আগত হলিক্রশ সম্প্রদায়ের নবিসমাষ্টার ফাদার ভিনসেন্ট বি রোজারিও সিএসসি এবং ঢাকা থেকে আগত ফাদার রবার্ট নকরেক সিএসসি,সহ ব্রাদার,সিস্টারসহ প্রায় তিন হাজার  অধিক ধর্মীয় বিশ্বাসী খ্রিস্টভক্ত।
সেন্ট যোসেফ গীর্জা’র পালপুরোহিত  ফাদার ড.জেমস শ্যামল গমেজ  সিএসসি বলেন দীর্ঘ চল্লিশ দিন উপবাস, ত্যাগস্বীকার, দয়াদানের মধ্যদিয়ে খ্রীষ্টভক্তরা তপস্যাকাল পালন করে আজ ইষ্টার সানডে পর্ব উদযাপন করেছেন।
পুনরুত্থিত খ্রীষ্টের কৃপায় সুন্দর ভাবে  আমরা এই স্হানে(সেন্ট যোসেফ গীর্জায়) ইস্টার সানডে পর্ব পালন করতে পেরে মহান ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই ।

জানা যায়, এই দিনে খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট মৃত্যু থেকে পুনরুত্থান করেছিলেন। ইস্টার তথা যিশুর পুনরুত্থান খ্রিস্টধর্মের একটি প্রধান ধর্মীয় অনুষ্ঠান।গুড ফ্রাইডে বা পুণ্য শুক্রবারে বিপথগামী ইহুদিরা যিশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিলেন।এবং তাকে সমাধি দেওয়ার পরে তৃতীয় দিনে অর্থাৎ রোববার ভোরে তিনি জীবিত হয়ে  উঠেছিলেন।
আরও জানা যায় যে, সিলেট ক্যাথলিক ধর্মপ্রদেশ অধীনে চারটি জেলা নিয়ে গঠিত। আর এ চারটি জেলা অধীনে বিভিন্ন জেলা- উপজেলায় রয়েছে মিশনের গীর্জাগুলো এবং প্রত্যেক গীর্জা উপাসনালয়ে আজ উদযাপন হচ্ছে মৃত্যুঞ্জয়ী যীশু খ্রিষ্টের পুনরুত্থান ইস্টার সানডে পর্ব।তবে এই সেন্ট যোসেফ গীর্জা শ্রীমঙ্গলে সিলেট ক্যাথলিক ধর্মপ্রদেশের ধর্মপাল  বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ  উপস্থিত থেকে বৃহত্তর আকারে ইস্টার পর্ব পালন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর