ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সেচ পাম্পের পানি পুকুরে ঢুকানোর সময় পাশে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাহাবুব ওরফে মিস্টার নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে চেংমারি সাবুডাঙা এলাকায় এ ঘটনা এ দুর্ঘটনা ঘটে।ধর্মগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম বিদ্যুৎপৃষ্টে মাহাবুব ওরফে মিস্টারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত মাহাবুব ওরফে মিস্টার উপজেলার ধর্মগড় ইউনিয়নের সাবুডাঙা গ্রামের খমিরউদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানায়, ঘটনার দিন সকালে মিস্টার তার পুকুরে আবু নামে এক ব্যক্তির বৈদ্যুতিক সেচপাম্প থেকে পানি ঢুকানোর জন্য যায়। পুকুর পাড় ঘেঁষে চলে যাওয়া সেচপাম্পের তার বিদ্যুৎতায়িত হলে মিস্টার সেই তার সরিয়ে দিতে গেলে তারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্টে সে মারা যায়।
রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান, মৃত মাহাবুব ওরফে মিস্টার বিদ্যুৎ চালিত মেশিন (পাম্প) দিয়ে পুকুরে পানি দিচ্ছিলেন। তিনি মেশিন থেকে পানি নেওয়ার সময় পাশের বিদ্যুৎতায়িত তার মেরামত করতে গেলে সেই তারে জড়িয়ে যান। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদের দাফনের অনুমতি দেয়া হয়েছে।
Post Views: 16