ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা উৎযাপন হয়েছে।
এদিন উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য শোভা যাত্রার র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্তরে ফিরে আসে। শোভাযাত্রার র্যালীতে অংশ গ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাসেল মিয়া, ডিমলা থানার অফিসার ইনচার্জ ফজলে এলাহী, উপজেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্না, ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, ডিমলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামান রানা, ডিমলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. গোলাম রব্বানী প্রধান, ডিমলা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর আলম ডিআর সহ উপজেলার সকল সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা বাংলা নববর্ষ ১৪৩২ উৎযাপন করেন। ১লা বৈশাখ বাংলা বর্ষপঞ্জিকার ১ম দিন, আর দিনটিকে মনে করিয়ে দেয় বাংলা নববর্ষ।
বাংঙ্গালীদের জীবনে একটি গুরুত্বপূর্ণ উৎসবের দিন বাংলা নববর্ষ। সকল শ্রেনী পেশার মানুষের উৎসব এই বাংলা নববর্ষ। তাই র্যালীর এবারের প্রতিপাদ্য ছিল “এসো হে বৈশাখ, এসো, এসো”।
বাংলা নববর্ষের দিনে তিস্তা ব্যারেজ,স্থানীয় খেলার মাঠ, স্কুল কলেজসহ উপজেলার মনোরম এবং দর্শনীয় স্থানগুলোতে বসেছে ঢাকঢোল, ভেপু, চানাচুর, বাতাসা, পিয়াজু, মুখোস, বিভিন্ন কুটির শিল্পজাত দ্রব্যসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর বৈশাখী মেলা। বাংলা নববর্ষ মানেই হালখাতার অনুষ্ঠান। এই দিনটিতে সকল শ্রেনী পেশার মানুষ ঐতিহ্যবাহী বাঙ্গালী পোশাক পরিধান করেন।
নারীরা পড়ে রঙ্গিন শাড়ী, চুড়ি, মাথার খোপায় ফুল, গলায় ফুলের মালা, কপালে টিপ । পুরুষরা পড়েন পাঞ্জাবী ও পায়জামা। ১লা বৈশাখ মানে বাঙ্গালীল ঐতিহ্যবাহী জাতীয় ইলিশ মাছের ভাজি, পান্তা খাতের সাথে কাঁচা মরিচ এবং নানা রকম ভর্তা দিয়ে ভোজনের ধুম।