সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন

ডিমলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দুর্নীতির অভিযোগে বদলি।

হাবিবুল,ডিমলা(নীলফামারী)প্রতিনিধিঃ / ১৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর  ডিমলায়  খাদ্য নিয়ন্ত্রক (টিসিএফ) রুহুল মোছাদ্দেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে সত্যতা প্রমাণিত হওয়ায় অবশেষে তাকে বদলি করা হয়েছে। বদলীকৃত কর্মকর্তাকে  রাজশাহীর দূর্গাপুরে একই পদে যোগ দেয়ার জন্য আদেশ প্রদান করেছেন খাদ্য অধিদপ্তরের প্রশাসন বিভাগ।গত মঙ্গলবার খাদ্য অধিদপ্তরের প্রশাসন বিভাগের উপ-পরিচালক (সংস্থাপন) মোঃ মনিরুল ইসলাম স্বাক্ষরিত ২৭৪ নং স্বারকের প্রজ্ঞাপনে যথাযথ কর্তৃপক্ষের আনুমোদনক্রমে প্রশাসনিক কারনে এই বদলির আদেশ জারির কথা উল্লেখ করা হয়েছে ।
বিষয়টি নিশ্চিত করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক সৈয়দ আতিকুল হক।
উল্লেখ্য যে, ডিমলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক(টিসিএফ) রুহুল মোসাদ্দেকের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে বেশ কিছুদিন ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ঐ কর্মকর্তার বিচার ও অপসারনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এবং স্মারকলিপি প্রদান করে আসছে সংশ্লিষ্ট দপ্তরে । এ বিষয়ে ঘটনার তদন্তে সংশ্লিষ্ট দপ্তর একটি তদন্ত টিম গঠন করে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দেন। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরেই উক্ত বদলির মঙ্গলবার বিকালে জারি করা হয় মর্মে সংশ্লিষ্ট দপ্তর জানায় ।
খাদ্য অধিদপ্তরের প্রশাসন বিভাগের উপ-পরিচালক (সংস্থাপন) মোঃ মনিরুল ইসলাম জানায়, খাদ্য অধিদপ্তর হতে তিন সদস্যের একটি তদন্তটিম গঠন করা হয়েছে। তদন্তের কালীন সময়ে অভিযোগকারীকে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক( টিসিএফ) অফিস কক্ষে ভাড়াটিয়া বহিরাগতদের দ্বারা অবরুদ্ধের বিষয়ে তিনি বলেন বিষয়টি আমি জেনেছি।
অভিযুক্ত উপজেলা খাদ্য কর্মকর্তা (টি সিএফ) রুহুল মোসাদ্দেকের বদলি বিষয়ে জানতে চাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলার মুখপাত্র রাশেদুজ্জামান রাশেদ জানান, তাকে বদলি করা হয়েছে শুনেছি । কিন্তু ঐ কর্মকর্তার অনিয়ম ও দূর্নীতি প্রমাণিত হলেও  বিভাগীয় কোন মামলা দায়ের করা হয়নি এখনো । আমরা সহ ডিমলার সচেতন মহলের দাবী দ্রুত তাকে দুর্নীতির দায়ে আইনের আওতায় আনা হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর