ডিমলা(নীলফামারী)প্রতিনিধিঃ ফিলিস্তিনের গাজায় চলমান ধবংসষজ্ঞ ও প্রানহানীর প্রতিবাদে বৈশ্বিক ধর্মঘটের ন্যায় সারা বাংলাদেশেসহ নীলফামারীর ডিমলায় ফিলিস্তিনী দখলদার ইসরাইলী আগ্রাসন, গনহত্যার প্রতিবাদ এবং গাজাবাসীর ডাকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) বিকাল ৫ টায় ডিমলা বিজয় চত্বর প্রাঙ্গনে বিভিন্ন ব্যানারে সর্বস্তরের লোকজন একত্রিত হয়। পরবর্তিতে বিক্ষুব্ধ জনতা একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ডিমলা বিজয় চত্বরে এসে সমাবেশে করে। সমাবেশে বক্তারা ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনের গাজায় অনতিবিলম্বে গণহত্যা বন্ধ সহ ইসরাইলী পন্য বয়কট করার আহবান জানান। সমাবেশে বক্তার বলেন, ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে চলমান নৃশংশ ধবংসষজ্ঞের প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনীদের পক্ষে সকলকে দাঁড়ানোর আহবান জানান এবং নিরীহ গাজাবাসীর উপর বোমা নিক্ষেপ, গনহত্যা, নির্যাতন ও দখলদারী বন্ধ করতে হবে।
সমাবেশে বক্তারা আরো বলেন, বাংলাদেশে যেসব ইসরাইলী পন্য আছে আমরা আজ থেকে সেইসব পন্য বয়কট করব এবং অর্ন্তবতী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস এর নিকট জোরালো দাবী জানাচ্ছি ইসরাইলের বিরুদ্ধে গাজায় অনতিবিলম্বে গণহত্যা বন্ধ সহ বাংলাদেশে ইসরাইলী পন্য বয়কট করতে হবে। এসময় বিক্ষুব্ধ জনতা বিভিন্ন ¯েøাগান দিতে থাকে। যারা ইসলাম ও মুসলিম জাতীকে ধবংস করার উষ্কানী ও ইন্ধন দিচ্ছে তাদেরকে কোন ভাবে ছাড় দেওয়া যাবে না।