উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পারিবারিক কলহের জেরে খাদিজা খাতুন (২০) নামের গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামী মোঃ আনোয়ার হোসেন সরকারসহ পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।
শনিবার রাত ৩ টার সময় উপজেলার দূর্গানগর ইউনিয়নের মূলবেড়া দিয়ারপাড়া গ্রামে এই মর্মান্তিক হত্যাযজ্ঞ ঘটনা ঘটেছে।
নিহত খাদিজা খাতুন মূল বেড়া গ্রামের মোঃ আনোয়ার হোসেন সরকারের স্ত্রী এবং শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের হলদিঘর গ্রামের ইমারত আলী প্রামানিকের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়,তিন বছর আগে পার্শ্ববর্তি শাহজাদপুর উপজেলার হলদিঘর গ্রামের ইমারত আলীর মেয়ে খাদিজার সাথে আনোয়ার হোসেনের পারিবারিক ভাবে বিয়ে হয়।বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল।বৃহস্পতিবার বিকেলে শ্বশুর বাড়ি থেকে স্ত্রী খাদিজাকে নিজের বাড়িতে নিয়ে আসে।শনিবার রাতে স্ত্রীকে নানা ভাবে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে বলে স্থানীয়দের ধারনা।ঘটনার পর থেকেই নিহতের স্বামী আনোয়ার হোসেন সহ পরিবারের সকলে পালিয়েছে।পরে পুলিশে খবর পেয়ে নিহত খাদিজার মরদেহ উদ্ধার করে।
নিহত খাদিজার পিতা ইমারত আলী অভিযোগ করে বলেন,আমার মেয়েকে তার শ্বশুর,শ্বাশুড়ি, ননদ ও স্বামী সবাই পিটিয়ে হত্যা করেছে।আমি আমার মেয়ে হত্যার বিচার চাই। এর আগে আমার মেয়েকে বিভিন্ন সময় তারা নির্যাতন করেছে।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করে জানান নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।রিপোর্ট হাতে আসার পর হত্যা নাকি আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলা যাবে। এ বিষয়ে মামলা রজুর প্রক্রিয়াধীন রয়েছে।