নাহিদ মিয়া,মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি।
/ ২৯ বার পড়া হয়েছে
প্রকাশের তারিখ ও সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
১০
মাধবপুর, (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরের হাওরে ইরি ক্ষেতে ঘাস কাটার সময় প্রাণেশ দাস (৩০) নামে এক কৃষক শিয়ালে আক্রমনে আহত হয়েছেন। তার আত্মচিৎকারে আশপাশ থেকে কৃষকরা এসে শিয়াল কে ধাওয়া দিয়ে তাড়িয়ে দিলে প্রানেশ প্রানে রক্ষা পান।মঙ্গলবার(০১এপ্রিল)বিকেলে উপজেলার সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বিকেলে গ্রামের পাশে হাওরের ধান ক্ষেতে গৃহপালিত পশু গরুর জন্য ঘাস কাটতে যান প্রানেশ। ঘাস কাটার সময় আচমকা ধান ক্ষেতের ভেতর থেকে একটি শিয়াল দৌড়ে এসে তার উপর আক্রমণ করে। এ সময় প্রাণেশ মাটিতে লুটিয়া পরলে শরীরের বিভিন্ন স্থানে কামড়িয়ে দেয়। ক্ষতবিক্ষত করেছে প্রাণেশের ঠোঁট। তার সুর চিৎকারে লোকজন এসে ধাওয়া দিলে শিয়ালটি চলে যায়। মুমূর্ষ অবস্থায় তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।