উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৩১ মার্চ সোমবার ঈদের নামাজ আদায়কে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১১ জন মুসুল্লি আহত হয়েছে।
উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের দমদমা গ্রামের কেন্দ্রীয় মসজিদে ঈদের নামাজ আদায় করার সময় মাইকের সাউন্ডসিস্টেম ত্রুটির কারনে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছে। আহতদের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করা হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় সূত্রে জানা যায় ঈদের নামাজের সময় মসজিদের ভিতরে লোক ধারন ক্ষমতা না থাকায় অনেক মুসুল্লি নামাজ আদায়ের জন্য বাহিরে দাঁড়িয়ে যায়। সাউনসিষ্টেম সমস্যার কারনে মসজিদের ভিতরের মুসুল্লিরা নামাজ আদায় করতে পারলেও বাহিরের মুসুল্লিদের নামাজের বিঘ্ন ঘটে। এ নিয়ে মুসুল্লিদের মধ্যে তর্কবিতর্ক সৃষ্টি হয়।
ঈদগাঁ মাঠের পেশ ইমাম হাফেজ মোঃ হেলাল উদ্দিন জানান নামাজ আদায় শেষে করে জানতে পারি সাউন্ডসিষ্টেম সমস্যা জনিত কারনে পিছনের মুসুল্লিরা নামাজ আদায় করতে পারেনি। এনিয়ে মুসুল্লিদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিলো। আমি দাঁড়িয়ে উভয়পক্ষের কাছে মিনতি কণ্ঠে বলি দ্বিতীয় জামাতে ঈদের নামাজ আদায় করা হবে। দ্বিতীয় জামাত শুরু করায় অনেক মুসুল্লি নামাজ আদায় করেন।
ঈদগাঁ মাঠের সহসভাপতি দুলাল উদ্দিন ও সেক্রেটারি খবির উদ্দিন খাঁ জানান মসজিদের সাউন্ডসিস্টেম সমস্যার কারনে পিছন কাতারে দাঁড়ানো মুসুল্লিদের নামাজের বিঘ্ন ঘটতে পারে। কিন্তু ইমাম সাহেব সমস্যা নিরসনের লক্ষ্যে দ্বিতীয় জামাতে নামাজ আদায় করানোর কথা বলেন এবং দ্বিতীয় জামাত শেষে উত্তেজনা আরো বেড়ে যায়। ঘটনার এক পর্যায় হেলাল সরকার পক্ষের লোকজন মাঠের কালেকশন করা টাকা সেক্রেটারি খবির উদ্দিনের কাছ থেকে কেড়ে নিয়ে বাড়ি যাওয়ার চেষ্টা করলে বিক্ষিপ্ত মুসুল্লিরা ধাওয়া করেন।তখনই সংঘর্ষের সৃষ্টি হয়। পরে উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে লাঠিসোটা, ইটপাটকেল ছুড়ে ধাওয়া পাল্টা ধাওয়া করে।
হেলাল সরকার বিষয়টি অস্বীকার করে জানান নামাজ আদায়ের সময় পিছনের কাতারে দাঁড়ানো মুসুল্লিরা ইমামের আকামত শুনতে না পেয়ে নামাজের বিঘ্ন ঘটে এতে মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে উঠেন এবং একে অপরকে দোষারোপ করে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটিয়েছে।
এ সময় উজ্জল হোসেন সরকার(৩০)করিম সরকার(২৯), সেলিম মন্ডল(৪৮),আব্দুস সালাম মন্ডল(৬৫),সবুজ আলী(১৮), শফিকুল ইসলাম(৪২), সাখোয়াত হোসেন(৪৫), সারোয়ার হোসেন(৪৭), সেরাজুল ইসলাম(৪৬)সহ অন্তত ১১ জন আহত হয়েছে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করে জানান লোক মারফত জানতে পারি দমদমা গ্রামে ঈদগাঁ মাঠে নামাজ আদায়কে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে।এমন সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ ফোর্স সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এখন পর্যন্ত কোন পক্ষ থানায় অভিযোগ করে নাই। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।