মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হবিগঞ্জের মাধবপুরে এলাকায় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে শনিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে অবস্থিত ওয়াচ টাওয়ার পরিদর্শন করেন হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান।
পরবর্তীতে দুপুর ১২ টার দিকে পুরাতন ঢাকা- সিলেট হাইওয়ে রোড তেলিয়াপাড়া হতে সাতছড়ি পর্যন্ত পর্যবেক্ষণ করেন।
এছাড়াও ওয়াচ টাওয়ার ও সাতছড়ি রাস্তা পরিদর্শনের পূর্বে সকাল সাড়ে ১০ টায় জুলাই – আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর গ্রামের শেখ শফিকুল ইসলাম (৫৫) এর বাড়িতে গিয়ে তার পরিবারের খোঁজ-খবর নেন এবং কুশলাদি বিনিময় করেন পুলিশ সুপার।
এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর সার্কেল এ.কে.এম. সালিমুল হক, সহকারী পুলিশ সুপার হবিগঞ্জ, মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল্লাহ আল মামুন সহ পুলিশের একটি টিম।
Post Views: 22