তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
সুনামগঞ্জ তাহিরপুরে বিএনপির বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
সুনামগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য(সাবেক)তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, সুনামগঞ্জ-১ আসনে প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত ও মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।২৫ মার্চ মঙ্গলবার বিকালে উপজেলা সদর স্টেডিয়াম মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে জেলার ধর্মপাশা,মধ্যনগর,জামালগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা অংশগ্রহণ করেন।
তাহিরপুর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক,তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জুনাব আলীর সভাপতিত্বে তাহিরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তোজাম্মিল হক নাসরুম ও নাসির মিয়ার যৌথ সঞ্চলনায়,প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ,জেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক লোকমান আহমেদ, বিএনপি নেতা আবুল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন, মেহেদী হাসান উজ্জ্বল, সবুজ আলম, উপজেলা জামায়াতের আমির রুকন উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল হাসান রাসেল, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
Post Views: 43