দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:
শুক্রবার(২১ মার্চ) বিকাল ৪ টার সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬নং মাড়িয়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত পালি বাজারে ইফতার মাহফিলে প্রধান অতিথীর বক্তব্যে কথাগুলো বলেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া- দুর্গাপুর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন । প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, দুনিয়ার সকল অশান্তি ও হানাহানির মূল কারণ আল্লাহর বিধানকে অমান্য করা। রাষ্ট্রে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হলে সকল ধর্মের লোকদের অধিকার সুরক্ষিত হবে। সমাজে ন্যায়বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠিত হলে সন্ত্রাস ও দুর্নীতি কমে যাবে। সুতরাং রাষ্ট্রে আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
উক্ত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াত সভাপতি সোহরাব আলী মহুরী ও সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াত সেক্রেটারী আব্দুস সালাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাস্টার সাইফুল ইসলাম, সেক্রেটারি মাস্টার শামীম উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আমীর ও সাবেক ছাত্রনেতা নূর আলম, ইসলামী ছাত্রশিবির দুর্গাপুর উপজেলার সভাপতি মহিউদ্দিন, সেক্রেটারী জাহিদুল ইসলাম প্রমুখ।
Post Views: 25