লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরে ফসলি জমির টপসয়েল ইটভাটায় বিক্রি করায় মো: হানিফ নামে এক ব্যক্তিকে অর্ধলক্ষ টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা।
জানা যায়, দীর্ঘদিন যাবত প্রশাসনিক তদারিক না থাকায় জমির মালিকরা শুকনো মৌসুমে নগদ টাকার লোভে ফসলি জমির উপরিভাগের মাটি ইটভাটায় বিক্রি করে দিচ্ছে। এতে দিন দিন ফসল উৎপাদনের জমি আশংকাজনক ভাবে কমে যাচ্ছে।
লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা এ বছর ফসলি জমির টপসয়েল বিক্রিতে কঠোর বিধি নিষেধ আরোপ করেন। উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা সভায় কেউ যেন ফসলি জমির টপসয়েল কেটে ইটভাটায় বিক্রি করতে না পারে সেদিকে নজর রাখতে ইউপি চেয়ারম্যান, প্রশাসক , সচিব এবং সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন। যার কারণে এ বছর টপসয়েল কাটা অনেকাংশে বন্ধ রয়েছে। কিন্তু কিছু ইটভাটার মালিক প্রশাসনের কঠোর নির্দেশনা উপেক্ষা করে টপসয়েল কেটে ইটভাটায় নিয়ে ইট প্রস্তুত করছে। এ বিষয়ে উপজেলা প্রশাসনের গোচরিভূত হওয়া মাত্রই অভিযান পরিচালনার মাধ্যমে অর্থদন্ড দেয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মোঃ হানিফ নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা বলেন, ফসলি জমির টপসয়েল কেটে ইটভাটায় বিক্রি ও অন্যান্য ফসলি জমি বিনষ্ট করার অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে মো: হানিফ নামে একজনকে
পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। ফসলি জমির মাটি কাটা বন্ধে এ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।