শিরোনাম
উল্লাপাড়ায় ভেজাল মবিল কারখানায় অভিযানে জরিমানা সহ ভেজাল মবিল জব্দ। বাংলাদেশে অনুপ্রবেশ অপরাধে ভারতীয় দুই নাগরিক আটক। মাধবপুরে ২০ হাজার পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ শুরু। ঈদের আগমুহূর্তে পকেটমারদের দৌরাত্ম্যে জনজীবন অতিষ্ঠ। রমজান আমাদের তাকওয়া ও ঐক্যের শিক্ষা দেয়। শ্রীমঙ্গলে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। দুর্গাপুরে যৌতুকের দাবীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা। কালিয়াকৈরে ট্রাক ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত-৩। নওগাঁয় মরহুম ময়েজউদ্দিন ও রোকেয়া বেগম ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ। সমাজে ইনসাফ কায়েমের জন্য কুরআনের আইন প্রতিষ্ঠা অপরিহার্য।
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৫:৪২ পূর্বাহ্ন

দুর্গাপুরে যৌতুকের দাবীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা।

রাকিবুল হোসেন শাহীন,দুর্গাপুর(রাজশাহী)প্রতিনিধিঃ / ৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: 

রাজশাহীর দুর্গাপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী শাহিনুরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উপজেলার জয়নগর ইউনিয়নের আনুলিয়া গ্রামে। ঘটনার পর থেকে নিহতের স্বামী শাহিনুর পলাতক রয়েছে।

জানা গেছে, গত ২ বছর আগে আফরিন আক্তার বৃষ্টির বিয়ে হয় ওই গ্রামের আঃ জলিলের ছেলে শাহিনুর রহমানের সাথে। বর্তমানে তাদের সংসারে ১টি কন্যা সন্তান আছে। বিয়ের পর থেকে আফরিন আক্তার বৃষ্টিকে যৌতুকের জন্য তার স্বামী শাহিনুর রহমান প্রায় নির্যাতন করে আসছিলেন।
এরই জেরে গত শুক্রবার সন্ধ্যায় আফরিন আক্তার বৃষ্টিকে মারপিট করে মুখে বিষ ঢেলে দেয় তার স্বামী।

এরপর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহতের ভাই জহুরুল ইসলাম জানান, যৌতুকের দাবিসহ নানান বিষয় নিয়ে তার বোনকে প্রায় মারধর করতো শাহিনুর। শুক্রবার সন্ধ্যায় হত্যার উদ্দেশ্যে আবারও তাকে মারধর করে এবং সেই আঘাতে মারা যান।

বিষয়টি ভিন্ন খাতে নেয়ার জন্য হত্যার পর তার মুখে বিষ ঢেলে দেয় স্বামী শাহিনুর। এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এরপর লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ