নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াত ইসলামী শ্রীমঙ্গল উপজেলার ৩নং সদর ইউনিয়ন শাখা’র উদ্যোগে পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ১৪ মার্চ ২০২৫ইং, (১৩ রামাদ্বান) শ্রীমঙ্গল শহরের পাশে হবিগঞ্জ রোডস্থ একটি চায়নিজ রেস্টুরেন্টে রমজানের তৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় জামায়াতে ইসলামী শ্রীমঙ্গল ৩নং সদর ইউনিয়ন সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মনসুর এর সভাপতিত্বে ও সদর ইউনিয়ন সেক্রেটারী কাজী মহসিন আহমদ রাহী এর সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা অফিস সেক্রেটারী ও শ্রীমঙ্গল উপজেলা তত্তাবধায়ক সৈয়দ তারেকুল হামিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী শ্রীমঙ্গল উপজেলা শাখা’র আমীর মাওঃ ইসমাইল হোসেন, উপজেলা শাখা’র সেক্রেটারী মোঃ আশরাফুল ইসলাম কামরুল, উপজেলা সাবেক নায়েবে আমীর মোঃ তাজুল ইসলাম-সহ প্রমুখ।
উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠানে ৪০০ অধিক মানুষ উপস্থিত ছিলেন, ইফতারের আগ মুহূর্তে ইফতার সামনে নিয়ে দোয়া করেন, শ্রীমঙ্গল আনওয়ারুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদরাসার আরবি প্রভাষক মাওলানা হোসাইন আহম্মদ।
Post Views: 20