দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মু. নুরুজ্জামান লিটন বলেছেন, রমজান আমাদের তাকওয়া ও ঐক্যের শিক্ষা দেয়। রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের হুকুমত কায়েম করতে হলে বিশেষ কোনো একটি রাজনৈতিক দলের পক্ষে সম্ভব নয়। সকল শ্রেণী পেশার মানুষের সমর্থন প্রয়োজন। তবেই কেবল মদিনার মতো কল্যাণ রাষ্ট্র গঠন করা সম্ভব হবে। কল্যাণ রাষ্ট্র গঠিত হলে এর সুফল সকল নাগরিক ভোগ করতে পারবে।
এ ব্যাপারে দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের ঐক্য ও সহযোগিতা কামনা করেন নুরুজ্জামান লিটন।
শনিবার বিকেলে নগরীর শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ে দুর্গাপুর উপজেলা সমিতি আয়োজিত আলোচনা ও ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্যে এসব কথা বলেন নুরুজ্জামান লিটন।
নগরীস্থ দুর্গাপুর উপজেলা সমিতির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হামিদ মিয়া মুক্তা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাজমা আফরোজ, ব্যাংকার এম এস জি তোফায়েল, প্রভাষক তোফাজ্জল হোসেন, প্রভাষক সাইফুল ইসলাম, প্রভাষক আলাউদ্দিন, বিএমডিএ’র প্রকৌশলী সেলিম রেজা ও রাজশাহী রেলওয়ে ওপেন শাখার সেক্রেটারি মনিরুল ইসলাম প্রমুখ।
আলোচনা ও ইফতার মাহফিল পরিচালনা করেন দুর্গাপুর উপজেলা সমিতির সেক্রেটারি প্রভাষক আদিলুর রহমান।
Post Views: 16