শিরোনাম
নওগাঁয় মরহুম ময়েজউদ্দিন ও রোকেয়া বেগম ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ। সমাজে ইনসাফ কায়েমের জন্য কুরআনের আইন প্রতিষ্ঠা অপরিহার্য। রা‌য়পুরায় দোকানে দুর্ধর্ষ চুরি, ব্যবসায়ীর নগদ অর্থ ও মালামাল লুট। মাধবপুরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার। শ্রীমঙ্গলের রাজঘাটে বিএনপি’র আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বেলকুচিতে গরুসহ চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার। রাষ্ট্রে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন”নুরুজ্জামান লিটন*  স্ট্যান্ড ফর এনআইডি: কর্মসূচীর মাধবপুরে  মানববন্ধন কর্মসূচি পালিত। মৌলভীবাজার শহরের ফুটপাত ও রাস্তা ঘিরে অবৈধ দোকান উচ্ছেদ। লক্ষ্মীপুর সদর হাসপাতালে দালাল চক্রের ৭ সদস্য আটক।
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন

রা‌য়পুরায় দোকানে দুর্ধর্ষ চুরি, ব্যবসায়ীর নগদ অর্থ ও মালামাল লুট।

সাদ্দাম উদ্দিন রাজ,নরসিংদী প্রতিনিধিঃ / ১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর রায়পুরা উপজেলায় একটি মনোহারি দোকানে টিনের চালা কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৪ মার্চ) ভোররাতে উপজেলার মুছাপুর ইউনিয়নের সূর্যের মোড় বাজারে এ ঘটনা ঘটে। সকাল পৌনে ৮টার দিকে দোকান খুলতে গিয়ে ব্যবসায়ী সালাহ উদ্দিন চুরির বিষয়টি দেখতে পান।
এ ঘটনায় দুপুরে ভুক্তভোগী সালাহ উদ্দিন রায়পুরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।
সালাহ উদ্দিন জানান, “রাতের আঁধারে চোরেরা আমার দোকানের টিনের চালা কেটে ভেতরে প্রবেশ করে। এরপর ক্যাশ বাক্সের তালা ভেঙে নগদ অর্থ, বিভিন্ন ব্যাংকের চেক বই, গুরুত্বপূর্ণ কাগজপত্র, সরকারি রাজস্ব স্ট্যাম্প, এটিএম কার্ড, ব্যবসায়িক রেজিস্ট্রেশন সনদ, মোবাইল সিমকার্ডসহ প্রায় সাত-আট লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। চুরির ফলে আমি চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছি। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
স্থানীয় একাধিক ব্যবসায়ী জানান, বাজারে দিন দিন চুরির ঘটনা বেড়ে চলেছে। দিনে-দুপুরে এমন ভয়াবহ চুরির ঘটনায় তারা আতঙ্কিত। বাজারের অপর ব্যবসায়ী মুক্তার হোসেন বলেন, “চুরির ঘটনা আমাদেরকেও চিন্তিত করে তুলেছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।”
রায়পুরা থানার উপ-পরিদর্শক (এসআই) সোহরাব হোসেন বলেন, “ভুক্তভোগীর অভিযোগের পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ