মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরে মালিক বিহীন বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও বিভিন্ন প্রকার রং আটক করেছে বিজিবি।”
শুক্রবার (১৪ মার্চ) সকাল সোয়া ৭ টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি’র) অধীনস্থ তেলিয়াপাড়ায় বিওপির টহলদল নায়েব সুবেদার মো: জাকির হোসেনের নেতৃত্বে উপজেলার সীমান্তবর্তী তেলিয়াপাড়া নামক এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। চোরাকারবারীরা বিজিবি’র টহলদলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
অভিযানে ১৪ কেজি ভারতীয় গাঁজা, ৩ বোতল মদ,২০ প্যাকেট বিড়ি এবং ১৮ প্যাকেট বিভিন্ন প্রকার রং আটক করে।
আটককৃত মাদকদ্রব্যের আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুনারুঘাট এবং উদ্ধারকৃত রং হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিজিবি’র এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান তানজিল বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি সব সময় দেশের সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে প্রতিশ্রুতি বদ্ধ।
Post Views: 31