মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে ১ হাজার ৯শত ৬০ পিস ইয়াবাসহ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে বিজিবি।
সূত্রে জানা যায়, হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫) বিজিবি’র অধীনস্থ মাধবপুর উপজেলার মনতলা বিওপির একটি টহলদল কমান্ডার সুবেদার মো: কাজী শাহিনের নেতৃত্বে মঙ্গলবার(১১ মার্চ) সকাল পৌনে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে
মাধবপুর উপজেলার সীমান্তবর্তী মনতলা ত্রিমোহনী রাস্তার থেকে ১ হাজার ৯শত ৬০ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার সহ মো: জমির আলী (৪৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে। সে হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের লোকরা গ্রামের মৃত নায়েব আলীর ছেলে।