মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যাবস্থাপনা কর্তৃক আয়োজিত “দূর্যোগের পূর্বাভাস প্রস্তুুতি’ বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে।
সোমবার (১০ মার্চ) জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে এ র্যালি, আলোচনা সভা, ভূমিকম্প অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
র্যালিটি ঢাকা সিলেট মহাসড়কসহ উপজেলা শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে সমাপ্তি হয়।
অন্যান্যরা বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইমরুল হাসান জাহাঙ্গীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর মামুন, বিআরডিবি কর্মকর্তা ফয়সল চৌধুরী, সমবায় কর্মকর্তা ইসমাইল তালুকদার সহ স্থানীয় গণমাধ্যম কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Post Views: 23