কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে চন্দ্রা স্পিনিং মিল লিমিটেড কারখানার শ্রমিকরা।এতে মহাসড়কের দু’পাশে তিব্র যানযট সৃষ্টি হয় ফলে ভোগান্তিতে পড়ে যাত্রী ও পথচারীরা।
সোমবার (১০ মার্চা) দুপুর ২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চন্দ্রা-নবীনগর মহাসড়কের পশ্চিম চন্দ্রা এলাকায় সড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা।
শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম চন্দ্রা এলাকায় চন্দ্রা স্পিনিং মিলের শ্রমিকরা ৩ মাসের বকেয়া বেতন আদায়ের জন্য সকাল থেকেই কারখানাটির ভিতরে কর্মবিরতি পালন করে আসছিলো।মালিক পক্ষ শ্রমিকদের বকেয়া বেতন প্রদানের কোন আশ্বাস না দেওয়ায় শ্রমিকরা দুপুর ২ টায় চন্দ্রা নবীনগর মহাসড়কে যানচলাচল বন্ধ করে দিয়ে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে।পরে যৌথ বাহিনীর সদস্যরা বিকেল সাড়ে চারটার দিকে ঘটনা স্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের সাথে কথা বলে তাদের বুঝিয়ে শান্ত করে মহাসড়ক থেকে সরিয়ে দিলে বিকেল ৫ টায় যান চলাচল স্বাভাবিক হয়।
কারখানাটির হেলপার হামিদা বেগম জানান,আমি সহ আমার দুই মেয়ে এই চন্দ্রা স্পিনিং মিলে চাকরি করি।আমার স্বামী হাসপাতালে ভর্তি রয়েছে তার চিকিৎসার জন্য টাকা পাচ্ছিনা অথচ কারখানা কর্তৃপক্ষের কাছে আমিসহ আমর ২ মেয়ে তিন মাসের বেতন পাই।বকেয়া বেতন গুলো পরিশোধ না করায় আমরা বাধ্য হয়ে চন্দ্র নবীনগর মহাসড়ক অবরোধ করেছিলাম।
কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, শ্রমিকরা ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে দুপুর ২ টা থেকে ৫ টা পর্যন্ত চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে রাখে পরে সেনাবাহিনীর হস্তক্ষেপ শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।