তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে আনা ২ কোটি ৯২ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।
বৃহস্পতিবার বিকালে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) আওতাধীন তাহিরপুর উপজেলার চারাগাঁও বিওপির বিশেষ টহল দল সীমান্তের আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জঙ্গলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৫ হাজার ১২৭টি ভারতীয় শার্ট পিস, ১৫৬ মিটার প্যান্টের কাপড়, ২০ হাজার ৪৩০ মিটার পাঞ্জাবীর কাপড়, ১ হাজার ২৯৬ মিটার ব্লেজারের কাপড় ও ৯ হাজার পিস স্ক্রিন সানরাইজ ক্রিম জব্দ করে। যার আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৯২ হাজার ৫০০ টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Post Views: 21