মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
প্রতি বছরের ন্যায় এবারও সায়হাম গ্রুপের সৌজন্যে পবিত্র মাহে রমজান উপলক্ষে মাধবপুর উপজেলাধীন নয়াপাড়া ইউনিয়নের ৩০টি মসজিদে সম্মানিত রোজাদারগনের সম্মানে ইফতারের জন্য প্রায় ৭ লাখ টাকার অনুদান প্রদান করা হয়েছে।
উক্ত অনুদান প্রদান উপলক্ষে গত ৪ মার্চ সায়হাম গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট দানবীর শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল এর বাড়ীতে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সায়হাম গ্রুপের পক্ষ থেকে এই অনুদান প্রদান করেন, সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড এর চেয়ারম্যান ও মাধবপুর উপজেলা পরিষদের জননন্দিত সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান। তিনি বলেন, রমজান শরীফে সকল মুসলমানদের মাহে রমজানের রহমত, বরকত, মাগফিরাত ও নাজাত পাওয়ার জন্য সকলকে সংযম ও ধৈর্য সহকারে মহান আল্লাহর রেজামন্দী সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ইবাদত বন্দেগীতে মশগুল থাকতে হবে। তিনি রমজানের পবিত্রতা রক্ষার্থে ঝগড়া – বিবাদ সহ সকল অপরাধ কর্মকাণ্ড হতে বিরত থাকার জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি আরো বলেন, সায়হাম গ্রুপ আপনাদের বিপদে আপদে, সুখ – দুঃখে সবসময়ই আপনাদের পাশে ছিল, আছে ও থাকবে ইনশাআল্লাহ। সৈয়দ শাহজাহান বলেন, আপনারা আমাদের প্রতিষ্ঠিত সায়হাম গ্রুপের শিল্প প্রতিষ্ঠান গুলোর জন্য উত্তরোত্তর সফলতা ও উন্নতির দোয়া করবেন। দোয়া – মোনাজাত পরিচালনা করেন মাওলানা কামরুল হাসান মানিক। পরে নয়াপাড়া ইউনিয়নের ৩০ টি মসজিদের ম্যানেজিং কমিটির সভাপতি, সেক্রেটারি ও ইমাম সাহেবদের নিকট আনুষ্ঠানিক ভাবে ইফতার মাহফিলের অনুদানের টাকা তুলেদেন সৈয়দ মোঃ শাহজাহান। এসময় উপস্থিত ছিলেন, নয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব সৈয়দ মোঃ জাবেদ, সায়হাম গ্রুপের সিনিয়র ব্যবস্থাপক ইরশাদ চৌধুরী ও সিনিয়র ব্যবস্থাপক বিশ্বজিৎ বাবু প্রমুখ।
Post Views: 12