শিরোনাম
রাজনীতি করতে হলে উপদেষ্টার পদ ছেড়ে মাঠে আসতে হবে-আন্দালিব পার্থ। মাধবপুরে সায়হাম গ্রুপের উদ্যোগে ইফতার ও নগদ টাকার অনুদান বিতরণ। মনু নদীতে রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার। আ.লীগের সিন্ডিকেটের অবসান-ইজারায় রাজস্ব আয় চার গুণ বৃদ্ধি! সাংবাদিক মুরাদ মিয়ার পিতা শাহানূর মিয়া মারা গেছে। মাধবপুরে বিজিবির অভিযানে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক। শ্রীমঙ্গলে চা-শ্রমিকবাহী পিকাপ উল্টে ২ শ্রমিক নিহত, আহত ১৮জন। দুর্গাপুর থানার ওসি দুরুল হোদার তৎপরতায় জনমনে প্রশান্তি। কুলাউড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসক-২ জন ৩৭ পদ শূন্য দূর্ভোগের শিকার রোগী। মাধবপুরে বাজার মনিটরিং: ৪ জন ব্যবসায়ীকে জরিমানা।
বুধবার, ০৫ মার্চ ২০২৫, ০৮:২৯ পূর্বাহ্ন

শহীদ জিয়ার তিন মতবাদের ভিত্তিতে সংস্কার হতে হবে:গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

রিপোটারের নাম / ০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

সাদ্দাম উদ্দিন রাজ,নরসিংদী প্রতিনিধিঃ 

বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, সংস্কার যদি হতে হয় শহীদ জিয়ার তিন মতবাদের ভিত্তিতে হতে হবে। শহিদ জিয়া এদেশে ইসলামী মূল্যবোধ দিয়ে গেছে, বাংলাদেশে বাংলাদেশী জাতীয়তাবাদ পরিচিতি দিয়ে গেছে এবং সাম্য শিখিয়ে গেছে। এ তিনটি মতবাদের ভিত্তিতেই আগামীর রাজনীতি হবে। যদি সংবিধান সংস্কার করতে হয় এ তিনটি মূল স্তম্ভের ভিত্তিত্তে হতে হবে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে দ্রব্য মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ও পতিত ফ্যাসিবাদী চক্রান্ত মোকাবেলা এবং দ্রুত নির্বাচনী রোড ম্যাপ ঘোষণাসহ বিভিন্ন জনদাবীতে নরসিংদী জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আপনারা প্রস্তুত থাকুন আন্দোলন এখানেই শেষ হয়ে যায়নি। আমাদের আরও ত্যাগ স্বীকার করতে হবে। ষড়যন্ত্র সীমান্তের ওপার থেকে চালানো হচ্ছে। বজ্জাত (শেখ হাসিনা) মহিলাকে আশ্রয় দিয়ে হিন্দুস্থান যে অপরাধ করেছে সে অপরাধ ক্ষমাযোগ্য নয়। স্বাধীনতা, সার্বভৌমত্ব যেকোন মূল্যে রক্ষা করতে হবে।
নরসিংদী পৌর ঈদগাহ মাঠে জেলা বিএনপির আহবায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, নজরুল ইসলাম আজাদ, সদস্য আব্দুল কাদের ভুইয়া জুয়েল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক আশরাফ উদ্দিন বকুল, সদস্য আকরামুল হাসান মিন্টু, ইকবাল হোসেন শ্যামল, রাশেদ ইকবাল খান, সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক এমপি বেগম রোকেয়া আহমেদ লাকী, আবু সালেহ চৌধূরী, হারুন অর রশিদ, দ্বীন মোহাম্মদ দীপু, আকবর হোসেন, ফারুক উদ্দিন ভুইয়া, খবিরুল ইসলাম বাবুল, আমিনুল হক বাচ্চু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ