উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মসজিদ কমিটির কোষাধ্যক্ষের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় আওয়ামীলীগের সন্ত্রাসী মো. হুমায়ন কবির(৪৮)নামের বি.এন.পি’র কর্মীর উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করেছে।এ ঘটনায় মো.ফরিদুল ইসলাম নামে আরেক বি.এন.পি কর্মী আহত হয়েছে।
সোমবার(১৭ ফেব্রুয়ারী) বিকেল ৪ টার সময় উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের ছোট লক্ষ্মীপুর গ্রামের লক্ষ্মীপুর ঢালা সংলগ্ন এলাকার মোজাফফর আলীর মুদির দোকানের সামনে মর্মান্তিক ঘটনা ঘটেছে। আহত হুমায়ন কবির ছোট লক্ষ্মীপুর গ্রামের মৃত মোগবেল হোসেনের ছেলে ও ফরিদুল ইসলাম মাটিকোড়া গ্রামের মো.আমজাদ হোসেনের ছেলে।
এ ঘটনায় আহত হুমায়নের স্ত্রী মোছাঃ সাবিনা খাতুন বাদী হয়ে নামীক ১৪ জনকে আসামী করে উল্লাপাড়া মডেল থানায় মামলা রজু করেছে। হাসপাতালের চিকিৎসা পত্র দেরীতে হাতে আসায় মামলা রজু করতে দেরি হয়েছে।
আসামীরা হলেন ছোট লক্ষ্মীপুর গ্রামের মৃত খোরশেদ আলী প্রামাণিকের ছেলে মো. রেজাউল করিম(৩৫),তরিকুল ইসলাম রতন(৫০),মো.এনামুল হক(৪০), মো. আশরাফুল ইসলাম(৩৫),মৃত মগরিব আলীর ছেলে মো. হযরত আলী(৬৫),ও হযরত আলীর ছেলে মো.কুদ্দুস আলী(২৮),ইদ্রিস আলী (৩০),নায়েব আলীর ছেলে মো.নূর হোসেন,শুকুর আলীর ছেলে মো. চান মিয়া(৩৫),শরিফুল ইসলামের ছেলে মোঃ ফারুক হোসেন(২২),রিপন হোসেন(৩০),সাহেব আলী মন্ডলের ছেলে মোঃ ওমর ফারুক সাদ্দাম(৩০),ওসিমুদ্দিনের ছেলে মোঃ মোজাফফর আলী(৪৫)।
মামলা সূত্রে জানা যায় ছোট লক্ষ্মীপুর গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি গঠন নিয়ে পূর্ব শক্রতার জেরে প্রতিবাদী যুবক হুমায়নকে পূর্ব পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র রাম দা লোহার রড, হাতুড়ি,সাবল দ্বারা আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে।
স্থানীয় সূত্রে জানা যায় এর আগে পতিত সরকারের কর্মীরা ক্ষমতার দাপটে গ্রামের ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ,মাদ্রাসা ও কবরস্থানে ইচ্ছা মতো কমিটি গঠন করে অনিয়মের পাহাড় গড়িয়ে গ্রামবাসীর আস্থা হারিয়ে ফেলে। পূর্বের কমিটির পরিবর্তন চায় গ্রামের অধিকাংশ মানুষ। হুমায়ুন গ্রামবাসীর সাথে একমত প্রকাশ করে পূর্বের কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠনের জন্য লোক মারফত মামলায় উল্লাখিত সমাজপতিদের কাছে প্রস্তাব করেন।এতেই তারা ক্ষিপ্ত হয়ে তার উপর চঁড়াও হয়।এ ঘটনার পর থেকে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এর পর থেকে তাদের মধ্যে শক্রতার বেড়ে যায়। ওই ঘটনার জের ধরেই আজকের হামলার ঘটনা ঘটেছে।
আহত হুমায়নের স্ত্রী সাবিনা খাতুন জানান ঘটনার দিন বাজারের উদ্দেশে বাড়ী থেকে বেড় হয়ে মোজাফফরের মুদির দোকানের সামনে গেলে পূর্ব থেকে ওতপেতে থাকা আসামিগণ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমার স্বামীকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি হামলা করে রক্তাক্ত জখম।স্বামীর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। আবেগ প্রবন হয়ে তিনি আরোও বলেন আওয়ামীলীগ সরকারের সময় এরাই গ্রামের মধ্যে নানা অযুহাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতো।তাদের দাপটে ভয়ে কেউ মন খুলে কথা বলতে পারত না।তাদের ভয়ে গ্রামের মানুষ আতঙ্ক থাকত। সরকার পতন হলেও তাদের দাপট বিরাজমান আছে।
এ তথ্য নিশ্চিত করেন উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল হাসান।এ সময় তিনি জানান সোমবার(১৭ ফেব্রুয়ারী) বিকেল ৪ টার দিকে ছোট লক্ষ্মীপুর গ্রামে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে শান্ত করা হয়। উভয় পক্ষ আর সংঘর্ষে জড়াবে না এমন প্রস্তাবে তারা মুচলেকা দিয়েছে।
এখন পর্যন্ত কোন অভিযোগ পাই নাই।অভিযোগ পেলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply