উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বন্যাকান্দি আলিম মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১৩ ফেব্রুয়ারী)সকাল ১০ টার সময় পঞ্চক্রোশী ইউনিয়ন যুবদল এর সিনিয়র যুগ্ন আহবায়ক মো. তাজমুল হাসান(দুলাল),যুগ্ন আহবায়ক মো.মানিক উদ্দিন, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মো.মিজানুর রহমান সাবেক ম্যানেজিং কমিটির সদস্য মো. নায়েব আলী,নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মো. আজমল হোসেন সরকার, মো.আব্দুল হামিদ জাতীয় পতাকা উত্তলোন ও কবুতর উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এ সময় শরিরচর্চা শিক্ষক ইব্রাহিম খলিলের সার্বিক তত্বাবধানে সহকারী শিক্ষক মাহমুদুল হাসানের সহযোগিতায় ও সহকারী মাওলানা শিক্ষক মো. আব্দুল আলিমের সঞ্চালনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন দশম শ্রেণির ছাত্র মো. আব্দুল্লাহ,ক্রীড়া শপথ বাক্য পাঠ করেন অষ্টম শ্রেণির ছাত্র মো. সিয়াম ভূঁইয়া। স্কাউট লিডার দশম শ্রেণির ছাত্র মো. রিফাত এর নেতৃত্বে মাঠ মার্চের পরে মশাল দৌড়ের মধ্য দিয়ে অত্র প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার খেলা শুরু হয়।
বন্যাকান্দি আলিম মাদ্রাসার সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার জাফর ইকবাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম শামসুল হক,পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো.আব্দুল মালেক,সাবেক সাধারন সম্পাদক মো. হায়দার আলী,সাবেক সাংগঠনিক সম্পাদক মো.আব্দুস সালাম,বিএনপি নেতা মো. আবু সালেক,পঞ্চক্রোশী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো.রাউফুল ইসলাম,যুগ্ন আহবায়ক মো. রেজাউল করিম,সেচ্চাসেবক দলের সদস্য সচিব মো. রুবেল হোসেন,মো.মেরাজ আলী, বণিক সমিতির সভাপতি মো. আবুল কালাম আজাদ প্রমূখ।
Leave a Reply