ঠাকুরগাঁওয়ে বিদেশি পিস্তলসহ ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং কর্মকর্তা আটক।

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে অবৈধ বিদেশি পিস্তলসহ সোহেল রানা (৩৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোর রাত সাড়ে ৩ টার পর পৌরশহরের গোবিন্দনগর বিসিক এলাকা থেকে অস্ত্রসহ যুবককে আটক করে সদর থানা পুলিশ।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুর রহমান।

আটক সোহেল রানা ঠাকুরগাঁও রোড এলাকার মৃত খোরশেদ আলীর (মংলু মেকার) ছেলে এবং সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পল্লীবিদ্যুৎ বাজারের ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং-এ কর্মরত রয়েছেন৷।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম সেই বাড়িতে অভিযান পরিচালনা করেন। বাড়ি তল্লাশীর সময়ে তার শয়ন কক্ষে বিছানার নিচ থেকে বিদেশি পিস্তলটি উদ্ধার করা হয়৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল রানা এই অস্ত্রের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সোহেল রানা তার বাড়িতে অবৈধ অস্ত্র রেখেছেন। পরে অভিযান চালিয়ে তার বিছানার নিচ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।পরবর্তীতে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *