সোহেল হোসেন,প্রতিনিধি লক্ষ্মীপুরঃ
লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপুর বাসভবন ভেঙে দিচ্ছে ছাত্র-জনতা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল থেকে বিক্ষুব্ধ জনতা শহরের পিংকু প্লাজের টিপুর বাসায় আগুন দেওয়ার পাশাপাশি ভাঙচুর করে।
সরেজমিন দেখা গেছে, টিপুর বাসার নিচে উৎসুক জনতা বাসা ভাঙার দৃশ্য দেখছেন। অনেকেই আবার নিজেদের মোবাইলে ভিডিও ও ছবি ধারন করছেন। আবার অনেকে ভবন ভাঙছেন।
গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সালাহ্ উদ্দিন টিপু তার বাসভবনের ছাদের ওপর থেকে নির্বিচারে গুলিবর্ষণ করেন। ওইদিন টিপুর গুলিতে চার শিক্ষার্থী নিহত হয়। গুলিবিদ্ধ হয় শতাধিক ছাত্র-জনতা। টিপু আন্দোলনে নিহত শিক্ষার্থীদের হত্যা মামলার প্রধান আসামি
Leave a Reply