রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:০০ অপরাহ্ন

টাঙ্গাইল-আরিচা মহাসড়কে সেফটি ট্যাংক নির্মান।

রিপোটারের / ২৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

আব্দুল্লাহ খিজির,স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইল-আরিচা মহাসড়কের মধ্যে সেফটি ট্যাংক নির্মান করেছে রজব সিকদার।

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ফায়ারসার্ভিস অফিস সংলগ্ন উত্তর পাশে আর বি টাওয়ারের মালিক মো. রজব সিকদার তার ভবনের পশ্চিম পাশে প্রধান সড়কে সুগভীর ও বিশাল আকারের সেপটি ট্যাংক নির্মান করেছে।

সরেজমিনে দেখা যায়, ভবন থেকে আঞ্চলিক মহাসড়কের গাড়ারিং (ইটের গাঁথুনি) পর্যন্ত বিশাল সেপটি ট্যাংক নির্মান করেছে। যা সড়ক লেভেল থেকে বেশ উঁচু। উল্লেখ্য এই স্থানটি দূর্ঘটনা প্রবন এবং প্রতিবছর সড়ক দূর্ঘটনায় এখানে প্রাণহীনর ঘটনা ঘটে।

ব্যস্ততম এ আঞ্চলিক মহাসড়কটি উপজেলার ঘিওরকোল গ্রামের অংশে। রাতের আঁধারে রজব নির্মান করেন, এই গভীর সেপটি ট্যাংক। স্থানীয় লোকজন ও উপজেলা প্রশাসন একাধিক বার নিষেধ করার পরেও প্রশাসন কে বৃদ্ধাংগুলি দেখিয়ে, কর্ণপাত না করে কাজটি সম্পূর্ণ করেন তিনি।

এলাকাবাসীর চাপা গুঞ্জনে শোনা যায়, দালালের মাধ্যমে মোটা অঙ্কের টাকায় সবাইকে হাত করেছেন তিনি।

এ বিষয়ে টাঙ্গাইল সড়ক বিভাগের (সওজ)  নির্বাহী প্রকৌশলী ড. সিনথিয়া আজমিরী খান বলেন, এই সড়কটি প্রস্থ করনের কাজ চলমান রয়েছে।

বিষয়টি জানতে পেরে শুরুতেই আমরা মো. রজব সিকদার কে মৌখিক ও লিখিত ভাবে কাজ বন্ধ করার নির্দেশ প্রদান করি। তিনি আমাদের কথার তোয়াক্কা না করে এমনটি করেছে। আমরা অতিদ্রুত মহাসড়কে সেফটি ট্যাংক নির্মানকারীর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর