বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় আওয়ামী লীগের লিফলেট বিতরণের প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেন।
সোমবার (৪ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার বাউসা বাজারে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করেন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে দিঘা ও অমরপুর বাজারে বিক্ষোভ মিছিল করেন তারা।
বাউসা বাজারে বিক্ষোভ মিছিল শেষে ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাউসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এনামুল হক, বিএনপি নেতা ইদ্রিস আলী বানু, এনামুল হক, রমজান আলী, বাদশা আলী, আলতাফ হোসেন, নাসির উদ্দীন, আবুল ফজল, ইয়ার উদ্দীন, আমির হামজা মধু প্রমুখ।
এ বিষয়ে বাঘা থানার ওসি আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, আওমীলীগের লিফলেট বিতরণের কোন খোঁজ মেলেনি। তবে উপজেলার কয়েকটি স্থানে লিফলেট বিতরণের প্রতিবাদে বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
Leave a Reply