তাহিরপুরে গোপনে শ্রী শ্রী নরসিংহ জিউর আখড়া কমিটি গঠনে এলাকা বাসীর মানববন্ধন।

সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলিগাঁও শ্রী শ্রী নরসিংহ জিউর আখড়া কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার(৩০ জানুয়ারি দুপুর ২টায় সময়)মন্দির প্রাঙ্গণে গোপনে ও মনগড়া ভাবে তেলিগাঁও শ্রী শ্রী নরসিংহ জিউর আখড়া কমিটি গঠন করা হয়েছে।
এবিষয়ে স্হানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনরা ৩০ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে মন্দির প্রাঙ্গনে জড়ো হয়ে  মানববন্ধনের মাধ্যমে দাবি তুলেছেন তারা এ কমিটি ১৪ গ্রামের মানুষের অসম্মতি ও কিছু সংখ্যক
হিন্দু সম্প্রদায়ের লোকজনের উপস্থিততে কমিটি গঠন করা হয়েছে।
তারা আরও বলেন, ১৪ গ্রামের সবার অসম্মতিক্রমে এবং শুধু রনবীর পাল বেনু  একা ও কিছু মানুষের উপস্থিতিতে তরিগড়ি করে কমিটি গঠন করা হয়।
উল্লেখ্যঃএই নতুন কমিটির সভাপতির দায়িত্বভার দিয়েছেন,সাবেক (আহবায়ক) কমিটির যুগ্ম আহবায়ক রনবীর পাল বেনুকে ও সাধারণ সম্পাদক পদে সাবেক কমিটির সহ সদস্য সচিব সজল তালুকদার কে অনুপস্থিত রেখে তারা কমিটি-টি গঠন করেন।
স্হানীয় বাসিন্দা সুজন মহী পালসহ আরও অনেকেই বলেন,
আগের যে কার্যকরী আহবায়ক কমিটি গঠন করা হয়েছিল
সুনামগঞ্জ ১- আসনের সংসদ সদস্য, এডভোকেট রনজিত সরকার এমপি,যুগ্ম আহবায়ক তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,অমল কান্তি কর,যুগ্ম আহবায়ক,মনমোহন পাল মতিশ,যুগ্ম আহবায়ক রণবীর পাল বেনু,যুগ্ম আহবায়ক শিতেশ পাল,সদস্য সচিব রঞ্জু সেন,ও সদস্য সচিব সজল তালুকদার,কোষাধ্যক্ষ বিশ্বনাথ পাল,সদস্য পীযুষ পাল,সদস্য জগদীশ চন্দ্র দাস,সদস্য ভানু দাস প্রমুখ।
কিন্তু এই গোপন কমিটিতে ১৪ গ্রামের হিন্দু সম্প্রদায়ের লোকজন ও মনমোহন পাল মতিশ,ও যুগ্ম আহবায়ক শিতেশ পাল,কে অনুপস্থিত রেখে তারা কমিটি গঠন করেছেন, আমরা এই মনগড়া ও পকেট  কমিটির বিরুদ্ধে  তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *