শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন

দিনাজপুরে ঠান্ডা হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় মানুষ কাঁপছে।

তাপস চন্দ্র রায়,দিনাজপুর প্রতিনিধি / ১৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে বইছে ঠান্ডা হিমেল বাতাস ও চারিপাশে ঘন কুয়াশা ও শীতের তীব্রতা রয়েছে বেশ।

গেল কয়েকদিন থেকে দিনাজপুরে বেড়েই চলেছে শীতের প্রকোপ। এ জেলার উপর দিয়ে বয়ে চলেছে মৃদু শৈত্য প্রবাহ।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিনাজপুরে সকাল ৬:০০ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.২ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকাল ৬ টায় বাতাসের আদ্রতা ছিল ৯৩% এবং গত ২৪ ঘন্টায় বাতাসের গড় গতিবেগ ছিল ঘন্টায় ৩ কিলোমিটার। চূড়ান্ত সর্বনিম্ন তাপমাত্রা সকাল ৯ টার পর জানানো হবে।

সরেজমিনে সকালে ঘুরে দেখা গেছে, ঘন কুয়াশা বইছে তীব্র হিমেল বাতাস। আগুন জ্বালিয়ে শীত থেকে বাঁচার চেষ্টা করছেন কেউ কেউ। হিমেল হাওয়ায় কনকনে শীতে সাধারণ মানুষ কিছুটা কাহিল হয়ে পড়েছে। শীতের কারণে জরুরি কাজ ছাড়া মানুষ বাড়ি থেকে বের হচ্ছে না। তবে পরিবারের চাহিদা মেটাতে অনেকেই শীত উপেক্ষা করেই কাজের সন্ধানে ছুটছেন। অপরদিকে তীব্র শীতে অনেকটাই জনশূন্য হয়ে পড়েছে ব্যস্ততম সড়ক ও হাটবাজার গুলো। দিনের বেলা সূর্যের দেখা না মিললেও ঠান্ডা বিরাজমান। কাজে যাচ্ছেন না অনেকেই। ভোরে ঘন কুয়াশা থাকার কারণে বিভিন্ন সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলোকে চলাচল করতে দেখা গেছে।

শৈত্যপ্রবাহের কারণে চরম দুর্ভোগে পড়েছেন শিশু সহ বৃদ্ধারা। সর্দি, কাশি, নিউমোনিয়া ও ব্রঙ্কাইটিস  শ্বাসকষ্ট, ডায়রিয়া ও পাতলা পায়খানা  রোগে আক্রান্ত হচ্ছে এবং হাসপাতাল গুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর