রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন

বাঘায় প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে অফিস কক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ।

মোস্তাফিজুর রহমান,বাঘা(রাজশাহী)প্রতিনিধি / ২১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় প্রধান শিক্ষক আনিসুর রহমানের পদত্যাগের দাবিতে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ শেষে অফিস কক্ষে তালা লাগিয়ে দেন। এ দিকে প্রধান শিক্ষকের অফিস কক্ষে তালা ঝুলানোকারীদের বিরুদ্ধে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।

ঘটনাটি ঘটেছে সোমবার (২৭ জানুয়ারী) বেলা সাড়ে ১১টায় উপজেলার বাউসা হারুন অর-রশিদ-শাহ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।

এ দিকে বাউসা হারুন অর-রশিদ-শাহ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতার খেলাধুলা অনুষ্ঠিত হচ্ছিল। এ সময় বিএনপির নেতাকর্মীরা ক্রীড়া প্রতিযোগিতার খেলাধুলা বন্ধ করে দিয়ে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের লাঞ্চিত করে।

এ বিষয়ে বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাাউল করিম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, প্রধান শিক্ষক বিদ্যালয়ের নিয়োগ বানিজ্য, অনিয়ম, দূর্নীতি, অনৈতিকভাবে বিদ্যালয় পরিচালনা করে আসছিলেন। টাকার বিনিময়ে বিদ্যালয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কিছু লোক নিয়োগ করা হয়। এই টাকা দিয়ে বিদ্যালয়ের উন্নয়নের দাবি করা হয়। এতে প্রধান শিক্ষক রাজি না হওয়ায় প্রধান শিক্ষককের বিরুদ্ধে বিক্ষোভ শেষে অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়। পরে স্থানীয়দের অনুরোধে তালা খুলে দেওয়া হয়।

এ বিষয়ে বাউসা হারুন অর-রশিদ-শাহ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আনিসুর রহমান বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির মেয়াদ শেষ হওয়ায় সভাপতি পদে বিএনপির
সমর্থিত তিনজন ও জামায়াতের সমর্থিত একজন আবেদন করেছেন। বিএনপির নেতামকর্মীরা দাবি করেন তাদের তিনজনের নাম শিক্ষা বোর্ডে প্রেরণ করতে হবে।

এদিকে জামায়াতের আবেদনকারীর আবেদন যুক্তিযুক্ত হলে তার নামও বোর্ডর প্রেরনের জন্য বলেন। এদিকে বিএনপির নেতার অযৌক্তিক দাবি মেনে না নেওয়ায় তারা বিক্ষোভ শেষে অফিস কক্ষে তালা লাগিয়ে দেন। এ দিকে ক্রীড়া প্রতিযোগিতার খেলাধুলা বন্ধ করে দিয়ে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের লাঞ্চিত করেন তারা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে অবগত করার পর সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দিয়েছিলাম। পুলিশ গিয়ে অফিস কক্ষের তালা খুলে দিয়ে দিয়েছেন। তবে খেলাধুলা অব্যাহত রাখার জন্য বলেছিলাম। কিন্তু, পরিবেশ না থাকায় বন্ধ রেখেছেন। মঙ্গলবার খেলাধুলা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর