রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৪:০৯ পূর্বাহ্ন

ফরিদপুরের ভাঙ্গায় ডাকাতি মামলার আসামী সহ গ্রেপ্তার-২।

স্টাফ রিপোর্টার / ২৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পৃথক ঘটনায় পাঁচটি ডাকাতির মামলার আন্তঃজেলা ডাকাত ও ৬ কেজি গাজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ভাঙ্গা পুলিশ।
শুক্রবার রাতে ভাঙ্গা পৌরসভার সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে এদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে- আনিসুর রহমান ওরফে আনিচ(৪০) ডাকাত, সে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার তেলজুড়ি গ্রামের মোফাজ্জেল মোল্লার ছেলে ও মাদক ব্যবসায়ী ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বড়বাগ গ্রামের কবির শেখের ছেলে শেখ জনিপ ওরফে জনি।
এ ঘটনায় ভাংগা থানা পুলিশ শনিবার দুপুর ১ টায় এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
প্রেস রিলিজ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে ভাংগা থানার অফিসার ইনচার্জ মোকছেদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ মাদক বিক্রির প্রস্তুতিকালে তাকে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে গত মাসে মহাসড়কে পিকআপ থেকে গরুর গাড়ি থেকে গরু ডাকাতির অন্যতম আসামী আনিচ ডাকাতকে বোয়ালমারী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় ভাংগা থানার ওসি মোকছেদুর রহমান জানান, গত মাসে মহাসড়কে ১২ টি গরু ডাকাতি হয় সেই আসামিদেরকে আমরা আটক করে জেলহাজতে প্রেরণ করেছি তাদের স্বীকারোক্তিতে পালিয়ে যাওয়া  ডাকাত আনিচকে বোয়ালমারি এলাকা থেকে আটক করা হয়। আনিসের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি সহ পাঁচটি মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর